সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হালিমা ইয়াকুব

0

সিটিনিউজ ডেস্ক :: স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হালিমা ইয়াকুব । সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ছিলেন তিনি।

শুধু প্রথম নারী প্রেসিডেন্ট নন গত ৪৭ বছরের বেশি সময় পর তিনিই মালয় সম্প্রদায় থেকেও প্রথমবারের মতো দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

তিনি মালয় জাতির অন্তর্ভুক্ত। মালয় জাতির দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে বসতে যাচ্ছেন তিনি।

সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ যাচাই-বাছাইয়ের পর সোমবার (১১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট পদে মাত্র একজন প্রার্থীকে যোগ্য হিসেবে ঘোষণা করেন।

ঘোষণায় তার নাম বলা না হলেও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করায় এটি নিশ্চিত হয়েছে যে, একমাত্র যোগ্য প্রার্থী হলেন হালিমা ইয়াকুব। খবর রয়টার্স ও স্ট্রেইটস টাইমসের।

নির্বাচন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র একজন প্রার্থী সক্ষমতার সনদ ও কমিউনিটি সনদ পেয়ে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে প্রতীয়মান হয়েছেন।

আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন হবে না- স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হচ্ছেন হালিমা ইয়াকুব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.