মুসলিম রোহিঙ্গা হত্যা বন্ধ করুন: ইলিয়াস কাঞ্চন

0

বিনোদন,সিটিনিউজ :: চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।বিশ্বনেতাদের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন বলেন,  ‘প্লিজ, প্লিজ দ্রুত পদক্ষেপ গ্রহন করুন। মুসলিম রোহিঙ্গা হত্যা বন্ধ করুন’।

এক ভিডিও বার্তায় তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানান, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের উপর যেন চাপ সৃষ্টি করা হয়।

বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ নায়ক বলেন, ‘সম্প্রতি একটি বিষয় আমাকে ভীষনভাবে নাড়া দিয়েছে। সেটি হলো রোহিঙ্গা হত্যা।

রোহিঙ্গাদের প্রতি এই বর্বর নির্যাতনের বিষয়ে বলার মতো ভাষা কোনো সভ্য মানুষের জানা নেই। মানবিকবোধ থাকলে কেউ এভাবে নিরীহ, নিরস্ত্র জনগণকে বিনা কারণে হত্যা করতে পারে না’।

তিনি আরো বলেন, ‘মিয়ানমার সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা সেটা করতে পারেনি। তাই বিশ্ব নেতা, মানবাধিকারকর্মী, জাতিসংঘ’সহ সবার কাছে আমি অনুরোধ করছি, তারা যেন মিয়ানমার সরকারকে রোহিঙ্গা হত্যা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। এই গণহত্যা বন্ধ করেন’।

এর আগে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, অপু বিশ্বাস’সহ অনেক চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী গন। এবার ইলিয়াস কাঞ্চনও একই দাবি জানালেন।

তিনি বিশ্বনেতাদের বিশেষভাবে অনুরোধ করেন তারা যেন মিয়ানমার সরকারকে চাপ সৃষ্টি করেন এই গণহত্যা বন্ধ করার জন্য।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.