সঙ্গীতশিল্পী ইমরানের বাবা আর নেই

0

সিটিনিউজ ডেস্ক :: চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের বাবা মো. মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে মোজাম্মেল হকের বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বাবার মৃত্যুশোকে ভেঙে পড়েছেন ইমরান। ফোনালাপে ইমরান জানান, ‘বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তার বাবা। কিন্তু সেটি গুরুতর ছিল না। আজ সকালেও তিনি গাড়ি নিয়ে বেড়িয়েছিলেন। বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি হচ্ছিল। কিন্তু দুপুর ১টার দিকে আকস্মিকভাবে মৃত্যু হয়।’

ছেলে ইমরানসহ পরিবারের সদস্যদের নিয়ে মোজাম্মেল হক বেইলি রোডের বাসায় থাকতেন। শোকে কাতর ইমরান তার বাবার আত্মার শান্তির জন্য ভক্ত ও সবার কাছে দোয়া চেয়েছেন।

ইমরান বলেন, ‘আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

ইমরানের বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরানের সহকর্মী এবং ভক্তরা সমবেদনা জানাচ্ছেন।

উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘ইমরানের বাবার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। হাসিখুশি মানুষ ছিলেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।

তার মৃত্যুতে উপস্থাপকদের সংগঠন “প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ” গভীর শোক প্রকাশ করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.