আগুনে জ্বলছে রাখাইন রাজ্য

0

বশির আলমামুন,সিটিনিউজ :: মিয়ানমারের আরাকান রাজ্যের রাখাইন প্রদেশে মুসলিম বসতিতে প্রতিদিন নতুন করে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। সেনাদের লাগিয়ে দেয়া আগুনে পুড়ছে রোহিঙ্গাদের ঘর।

বাস্তুহারা  হয়ে পড়া রোহিঙ্গারা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে। প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা এই দেশে প্রবেশ করছে।

পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমার সেনারা প্রতিদিনই মুসলমানদের বসতিতে আগুন ধরিয়ে দিচ্ছে। বসত বাড়ি হারিয়ে মানুষ চারদিকে ছুটছে। সেনাদের হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে।

বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকেও রাখাইন প্রদেশে লাগিয়ে দেয়া আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। গ্রামের পর গ্রাম জ্বলতে দেখা গেছে। সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষ জ্বলন্ত গ্রামগুলো দেখতে ভীড় জমিয়েছে।

মংডুর বাঘঘোনা এলাকার রশিদ আহমদ জানান, বর্মী সেনারা নতুন করে বাঘঘোনা, ছেরাপাড়া, মোল্লাপাড়া, খুইন্নার পাড়া, গজ্জনদিয়া, বডডেইল পাড়া, খেয়ারী পাড়া, নাইনসংপাড়া গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছে।

গত ২৫শে আগস্ট গভীর রাতে নিরাপত্তা রক্ষীদের উপর হামলার প্রতিবাদে মিয়ানমারের সেনারা রাখাইন প্রদেশে যৌথ অভিযান শুরু করে। এরপর থেকে হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করছে।

জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে প্রায় ৩ লাখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.