চট্টগ্রামে কমেছে পাশের হার ও জিপিএ-৫

0

শিক্ষাঙ্গণ ডেস্ক :: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গত বারের তুলনায় ৬ দশমিক ৫৭ শতাংশ পাশের হার কমেছে। একইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে শিক্ষামন্ত্রী ফলাফলের চুম্বক অংশ তুলে ধরেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে গত বছর দুই হাজার ৬৪৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে দুই হাজার ১২৯ জন। এছাড়া শতভাগ শিক্ষার্থী পাশ করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। গত বার এ হার ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.