জিয়াউল হক মাইজভাণ্ডারীর ২৯তম ওরশ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী

0

সিটিনিউজ ডেস্ক : বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগর মাসব্যাপী মানবকল্যাণ কর্মসূচী অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর জোন ‘ক’ এর ব্যবস্থাপনায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড ও অক্সিজেন শাখার সহযোগিতায় নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ড নয়ারহাটে অনন্যা স্কয়ার কমিউনিটি সেন্টারে বিনামূল্যে ডায়বেটিকস পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয়, মেডিসিন, দন্ত চিকিৎসা ও গাইনী চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম ৮ আসনের সংসদ মাঈনুদ্দীন খাঁন বাদল এমপি বলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির এটি একটি মহৎ উদ্যোগ।

আর্তমানবতায় সেবামূলক এই ধরনের কর্মসূচী আরোব্যাপক আকারে গ্রহন করা দরকার। অত্র এলাকার সকল পেশার মানুষদের নিয়ে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যারজন্য সকল রকম সহযোগিতার আশ্বাস দেন। শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মহানবাণী হজ্বের টাকায় দুঃস্থ মানুষের সেবা হজ্বে আকবর। তারই অনুসারী হক কমিটির কর্মকর্তারা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা খৎনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা ও সেলাই মেশিন বিতরণ সহ গৃহীত বিভিন্ন কর্মসূচী অবশ্যই দুঃস্থ সেবামূলক কাজ।

সমাজের প্রতিটি শ্রেনির লোকদের এই ধরনের কর্মসূচী হাতে নেওয়া উচিত। সভায় উপস্থিত ছিলেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কমিশনার কফিল উদ্দিন খান, তিনি বলেন শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে একটি রাস্তা নামকরণ করেছেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাং ইউনুছ, এম মাকসুদুর রহমান হাসনু, মহানগর সভাপতি আলহাজ্ব নুরুল করিম নুরু, আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মেজবাহ উদ্দিন, মোহাং শামশুল ইসলাম, জোন ক আহবায়ক মোহাং ওমর ফারুক, আবুল মনসুর, আহসান উল্যাহ চৌধুরী, জাহিদ সরওয়ার, জামাল উদ্দিন, নুর মোহাম্মদ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, আশিষ ধর, ফজল ফকির, সভাপতিত্ব করেন নুরুল আলম কোম্পানী।

উপস্থাপনায় ছিলেন ঈসমাইল আহমদ। চিকিৎসার ছিলেন গাইনী ডাঃ ফয়েজুন নেছা আফরিন, ডাঃ নাজনীন আকতার, দন্ত চিকিৎসক ডাঃ মাইনুল ইসলাম, ডাঃ তারিন আকতার, মেডিসিন ডাঃ জান্নাতুল মাওয়া মনি, ডাঃ প্রবীর শীল। ল্যাব টেকনিশিয়ান সুব্রত ধর। ইমেজ সূর্যের হাসি ক্লিনিক নাসিরাবাদ শাখার ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন। হাটহাজারী শাখার ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন, শিমুল পাল, সাংবাদিক একেএম আবু ইউসুফ, সাংবাদিক সমীর দাশ প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.