শনিবার নাসিমের নেতৃত্বে রোহিঙ্গাদের ত্রাণ দেবে ১৪ দল

0

শহিদুল ইসলাম, উখিয়া : আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) উখিয়া -টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবে ১৪ দল।বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ১৬ সেপ্টেম্বর কক্সবাজার যাবে ১৪ দলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রতিনিধি দলে আরও থাকছেন- রাশেদ খান মেনন, মাঈনুদ্দিন খান বাদল, শিরিন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বাশার মাইজভান্ডারী, ডা. শাহাদাত হোসেন, মো. ইসমাইল হোসেন। প্রসঙ্গতঃ গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ মানুষের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালাচ্ছে। প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজারো রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.