দীর্ঘ ২১বছরেও বিচার হয়নি ৩৫কাঠুরিয়া হত্যাকান্ডের

0

সাইফুল উদ্দীন,রাঙামাটি,সিটিনিউজ :: রাঙামাটির লংগদু পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ডের দীর্ঘ ২১ বছরেও বিচার হয়নি। বর্বর এ হত্যাকান্ডের কোনো বিচার না পেয়ে হতাশায় নিমজ্জিত নিহতদের পরিবার বলে দাবী জানান বাঙ্গালী সংগঠনের নেতৃবৃন্দ।

এ হত্যাকান্ডের বিচারের দাবী জানিয়ে নেতাকর্মীরা বলেন, ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী স্থান পাকুয়াখালীতে নিরীহ ৩৫ কাঠুরিয়াকে ডেকে নিয়ে যেভাবে নির্মম হত্যাকান্ড সংগঠিত করেছে তা ১৯৭১ সালের গণহত্যার চেয়ে কোন অংশ কম না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের কাঠ ব্যবসায়ী সমিতি সম্মেলন কক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত পাকুয়ালী ট্র্যাজেডি স্বরণে শোকসভায় বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা এসব কথা বলেন।

এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. হাবিব’র  সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাগরিক পরিষদের সভানেত্রী বেগম নুর জাহান।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. হাসান তারেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন, সদস্য সচিব ফয়েজ আহমেদ মোরশেদ।

শোক সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পরও পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয়নি। বরং হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলছে।

কিন্তু হত্যাকান্ডের স্বীকার অসহায় পরিবারগুলো আজও খুনির বিচার ও কোন প্রকার ক্ষতিপূরণ পায়নি।

এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.