যুদ্ধে জড়াতে যাচ্ছে বাংলাদেশ-মিয়ানমার-মার্কিন গণমাধ্যম

0

সিটিনিউজ : বিগত কিছুদিন ধরে রোহিঙ্গাদের উপর হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী।  আর এই নিয়ে চলছে বিশব্জুড়ে তুমুল আলোচনা। আর যেই সেনাপ্রধানের অনুমতিতে হামলা চালানো হয়েছে তিনি হচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং ।  আর এর পরেও তারেই নির্দেশে মিয়ানমার বিমানবাহিনী বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে।  মিয়ানমারের বার বার এমন উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি হতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে ঢাকা।  এদিকে মার্কিন গণমাধ্যমও শঙ্কা প্রকাশ করেছে রোহিঙ্গা সংকট নিয়ে যুদ্ধে জড়াতে পারে বাংলাদেশ-মিয়ানমার।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন নিউজ উইক তাদের এক প্রতিবেদনে প্রশ্ন তোলেছে, ‘রোহিঙ্গা সঙ্কট ও ক্রমাগত আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রতিবেশী দুই দেশ কী যুদ্ধে জড়াতে পারে?’ প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক সপ্তাহে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে।  মিয়ানমার রাখাইনে জাতিগত হত্যাযজ্ঞ চালাচ্ছে।  দেশটির বিমানবাহিনী বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে।  বাংলাদেশ বারবার সাবধান করলেও মিয়ানমার গায়ে লাগাচ্ছে না।  সব মিলিয়ে প্রতিবেশী এই দুই দেশের যুদ্ধে জড়ানোর আশঙ্কা করছে গণমাধ্যমটি।

 

বলা হয়েছে, গত ২৫ আগস্টের পর থেকে রাখাইনে চলমান সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  মিয়ানমার সেনাবাহিনীর মারাত্মক ভয়াবহ এই অভিযান জাতিগত নিধন হিসেবে পাঠ্যবইয়ে স্থান পাবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

#নিউজ উইক

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.