এম এ মান্নান ছিলেন সৃজনশীল কর্মী সৃষ্টির কারিগর

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::মরহুম এম.এ. মান্নানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, এম.এ. মান্নান একজন শুদ্ধাচারী রাজনৈতিক ছিলেন।

তিনি ছিলেন রাজনীতিতে সৃজনশীল কর্মী সৃষ্টির কারিগর। তাঁর আদর্শিক দায়বদ্ধতা আমাদেরকে প্রকৃত রাজনীতি হিসেবে গড়ে ওঠার প্রেরণা যুগিয়েছে।

বক্তাগণ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতাড রক্ষায় বিজয়ের কোন বিকল্প নেই। তাই এখন থেকে আমাদেরকে ঘরে ঘরে প্রস্তুতি গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশিদ, উপদেষ্টা আহাজ্ব সফর আলী, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, মরহুম এম.এ. মান্নানের পুত্র আবদুল লতিফ টিপু, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদ, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মো: গিয়াস উদ্দিন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, শহীদুল আলম, কার্যনির্বাহী সদর্স্য আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, গাজী শফিকুল আজিম, নুরুল আলম, অমল মিত্র, মোহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, আলহাজ্ব সাহাব উদ্দিন আহমদ, সিদ্দিক আলম, কাজী আলতাফ হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামীলীগের সৈয়দ মো: জাকারিয়া, আতিকুর রহমান, মোছলেম উদ্দিন, আবুল হাশেম বাবুল, আবুল কাশেম, শেখ সরওয়ারদী, এরশাদ মামুন, এস.কে পাল, আবদুল হান্নান, আবুল বশর, আসিফ খান, আফছার উদ্দিন চৌধুরী, ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

এর আগে সকালে মরহুমের কবরস্থ জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বার্তা প্রেরক

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.