নভেম্বরে আসছে উড়ন্ত চক্ষু হাসপাতাল

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ:: আগামী নভেম্বর মাসে চট্টগ্রামে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের আগমন উপলক্ষে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সাথে এক প্রস্তুতি সভা ২০ সেপ্টেম্বর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভা প্রধান হিসেবে অরবিস কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন।

সভায় অরবিস কর্মকর্তারা জানান, বাংলাদেশে চক্ষু চিকিৎসা সেবায় বিভিন্নভাবে সংশ্লিষ্ট থাকা কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় বাস্তবায়িত অরবিস ইন্টারন্যাশনালের উড়ন্ত চক্ষু হাসপাতাল চতুর্থ বারের মত আগামী নভেম্বর মাসে চট্টগ্রামে অবস্থান করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশ সরকারের অনুমতি ও সহায়তাক্রমে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় উক্ত উড়ন্ত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে সভায় বিষদভাবে আলোচনা হয়। বিশ্বের খ্যাতানামা চক্ষু চিকৎসকদের পরিচালনায় উক্ত উড়ন্ত হাসপাতাল কার্যক্রমের উদ্দেশ্য ও চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের চক্ষু সেবা সম্বন্ধে জ্ঞান দান করার পাশাপাশি জটিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় আলোচনায় অংশ নেন অরবিসের ইভেন্ট ম্যানেজার এমা লুইস বাই, হেড অব পার্টনার শীপ ফ্লোরেন্স ব্রাঞ্চু, কমিউনিকেশন ম্যানেজার নীতাশালী, কর্মসূচী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী মো. পারভেজ হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম, ডা. রাজীব হোসেন প্রমূখ।

এর আগে কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় বাস্তবায়িত কিউইউসি প্রকল্পের কাজ দেখার জন্য অরবিস ইন্টারন্যাশনালের এই ইউকে টীম ও কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্ট এর কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল ২০০১ সাল থেকে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তিক চক্ষু চিকিৎসা ব্যবস্থায় বিশেষ করে শিশুদের চক্ষু সেবায় প্রশংসনীয় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। উক্ত সংস্থা যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও প্রয়োজনীয় জনশক্তি উন্নয়নে সহায়তা করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.