চার ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের

0

সিটিনিউজবিডি ::  মওসুমের শুরুর চার বড় ম্যাচে খেলা হচ্ছে না বার্সেলোনা তারকা নেইমারের। মাম্‌স (গলার গ্রন্থি) অপারেশন করতে হবে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

এতে শিগগিরই শল্য চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে নেইমারকে। নেইমারের সুস্থ হয়ে খেলায় ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা। এতে এবারের ইউয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপারকোপার তিন ম্যাচ খেলতে পারবেন না নেইমার।

আগামীকাল  ইউয়েফা সুপার কাপে গতবারের ইউরোপা লীগ চ্যাম্পিয়ন সেভিয়ার মোকাবিলা করবে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাজয়ী বার্সেলোনা। আর স্প্যানিশ সুপার কোপার দুই লেগে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

আগমী ১৪ ও ১৭ আগস্ট মাঠে গড়াবে দুই লেগের স্প্যানিশ সুপারকোপা।  এবার স্প্যানিশ লা লিগার শুরুতেও বড় পরীক্ষা এফসি বার্সেলোনার। গতবারের ট্রেবলজয়ী বার্সা লা-লিগার প্রথম ম্যাচে মোকাবিলা করবে শক্তিধর অ্যাথলেটিক বিলবাওকেই। আগামী ২৩শে আগস্ট বার্সেলোনা ওই ম্যাচ খেলবে বিলবাওয়ের মাঠে।

২৩ বছরের নেইমার বার্সেলোনার জার্সি গায়ে গত মওসুম পান ৩৯ গোল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.