বিপন্ন মানুষের পাশে সবসময় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

0

নিজস্ব প্রতিবেদক:: উখিয়া, (কক্সবাজার):: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩২দিন পর রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসে মির্জা ফখরুল যে সমঝোতার কথা বলে তা মানায় না।বিপন্ন মানুষের পাশে সবসময় আওয়ামীলীগ পাশে থাকবে এবং রয়েছে।

বুধবার কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাঘঘোনা নামক এলাকায় ১২ শতাধিক রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

রোহিঙ্গা শরনার্থী শিবিরের জন্য ১০ হাজার  স্যানেটারী ল্যটিন দরকার। এব্যাপারে দেশী-বিদেশী এনজিওদের সাথে কথা হয়েছে। সাড়ে ৪লক্ষাধিক রোহিঙ্গার আগমন ঘটেছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুর রহমান এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা ইউনুস বাঙ্গালী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ, উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.