কারাতে কন্যাকে সিএমপি’র সংবর্ধনা

0

নিজস্ব প্রতিবেদক::সম্প্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোয় সম্পন্ন এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নারী পুলিশ সদস্য মোছাঃ লতা পারভীনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দামপাড়াস্থ পুলিশ লাইনস্রে ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভা সেপ্টেম্বর-২০১৭’তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার লতা পারভীনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা খ্যাত লতা পারভীন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভাবনীয় সফলতার পর প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতিনিধিত্ব করে এশিয়ান পর্যায়ে বাংলাদেশের প্রথম মহিলা কারাতে জাজ নির্বাচিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব দেবদাস ভট্টাচার্য্য,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারীসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.