আফ্রিকার ঘন জঙ্গলে ব্রিটেনের রাজকুমার

0

সিটিনিউজবিডি ::  আফ্রিকার ঘন জঙ্গল। চোরাশিকার রুখতে তৈরি সেনাছাউনি। রাতে হঠাৎ সেখানে লুকিয়ে হাজির ব্রিটেনের রাজকুমার। দক্ষিণ আফ্রিকার গন্ডারের চোরাশিকার বন্ধ করার লড়াইয়ে অংশ নিতেই সংরক্ষিত ক্রুগার অরণ্যে হাজির হলেন প্রিন্স হ্যারি।

রাজকুমার আসার কিছুক্ষণের মধ্যেই শুরু হল যুদ্ধ তিন চোরাশিকারির সঙ্গে। ব্রিটেনের রাজকুমারও লড়াইয়ে নেমে পড়লেন। ক্রোকোডাইল নদীর পারে বেশ কিছুক্ষণ চলে গোলাগুলি। আহত হল এক চোরাশিকারি, উদ্ধার হল কয়েকটি স্বয়ংক্রিয় বন্দুক। এই ঘটনা গত বুধবারের।

তবে এই প্রথম নয়, আগেও দেশের সেনার সঙ্গে যুদ্ধক্ষেত্রে গেছেন প্রিন্স হ্যারি। এবার যুদ্ধটা পশু বাঁচানোর। এক সপ্তাহের জন্য তাই আফ্রিকায় ঘাঁটি গেড়েছেন রাজপুত্র।

আফ্রিকা সরকারের পরিসংখ্যান বলছে গত বছরে ৫৫৮ গন্ডার খুন করেছে চোরাশিকারির দল।

চোরা বাজারে গন্ডারের শিং বিক্রি হচ্ছে ২০ হাজার পাউন্ডে। অরণ্যের গভীরতার কারণে কেবল মাত্র স্থলসেনা দিয়ে চোরাশিকার আটকানো সম্ভব নয়, তাই সাহায্য নেওয়া হচ্ছে হেলিকপ্টারেরও।

হেলিকপ্টারে থাকবেন পাঁচ সশস্ত্র সেনা। সেখানেও রাজকুমার চালক বা সহকারী চালক হিসেবে কাজ করতে চেয়েছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.