সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয়: নওফেল

0

নিজস্ব প্রতিবেদক:: জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট ঘোষণা মৌলবাদীর আস্ফালন আর ধর্মীয় লেবাসে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিন্দুমাত্র ছাড় দেবেন না।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১ঘটিকায় চট্টগ্রাম প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের চশমা হিলস্থ নিজ বাসভবনে প্রবারণা পূর্ণিমা শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।

তিনি বলেন, এদেশে যুগ যুগ ধরে সকল ধর্মের সম্প্রদায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করছে। আর রাষ্ট্রের প্রশাসন সমূহ যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বিধান করছে।

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় শংকিত হয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সীমিত করবে তা বাংলাদেশের সংবিধান পরিপন্থী।

আমি বৌদ্ধ সম্প্রদায়কে প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলণসহ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কৃষ্টি, সভ্যতাকে সঠিকভাবে লালন এবং পালন করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বৌদ্ধ সম্প্রদায়কে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।

সৌজন্য সাক্ষাতের মতবিনিময় সভায় কোতোয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়ার সভাপতিত্বে থানা আওয়ামীলীগ নেতা কানন চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, সাবেক ছাত্রনেতা প্রণবরাজ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য কাজল প্রিয় বড়ুয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী পলাশ বড়ুয়া, সাবেক ছাত্রনেতা এড. দীর্ঘতম বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, সংগঠক-সফু বড়ুয়া, ব্যাংকার বিজয় বড়ুয়া, অধ্যাপক জগতজ্যোতি বড়ুয়া, আইন কলেজ ছাত্রসংসদের সাবেক ভি.পি রেবা বড়ুয়া, সংগঠক সাংবাদিক প্রশান্ত কুমার বড়ুয়া, সুজিত কুমার বড়ুয়া, দোলা চৌধুরী, মিন্টু বড়ুয়া, সুপায়ন বড়ুয়া, রূপম বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.