শুভ বিজয়া দশমী

0

নিজস্ব প্রতিনিধি :    শুভ বিজয়া দশমী আজ শনিবার(৩০ সেপ্টেম্বর)। শারদীয় দুর্গোৎসবের শদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তিজল গ্রহণ করে শেষ হবে দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসবের শেষ দিন। পুরাণ অনুসারে, দুর্গা যেমন অসুরবিনাশী দেবী, তেমনি তিনি দুর্গতিনাশিনী, যিনি জীবের দুর্গতি নাশ করেন। তিনি এবার এসেছেন নৌকায় করে। দেবী দুর্গা অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। তার এই জয়ের মধ্য দিয়ে অন্যায় ও অশুভর বিরুদ্ধে ন্যায় ও শুভশক্তির জয় হয়েছিল।

বরাবরের মতো এবারও পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ফলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বিজয়া দশমী উপলক্ষেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের সর্বত্র পূজারীদের জন্য আগেই দিক-নির্দেশনা দেওয়া হয় আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। সেই দিক-নির্দেশনা মেনেই সবাই উৎসব পালন করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.