ইসির সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

0

সিটিনিউজ ডেস্ক :   সংলাপের সম্ভাব্য রূপরেখা ও প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমদু চৌধুরী ও সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

গুলশান কার্যালয় সূত্র জানায়, বৈঠকে ইসির সংলাপে বিএনপির প্রস্তাবনা খসড়া করা হয়েছে। সম্ভাব্য প্রস্তাবগুলোর মধ্যে ইসি’র ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার, সহায়ক সরকার গঠন ও নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেয়াসহ বেশ কয়েকটি বিষয় চূড়ান্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.