যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ছাত্রের গুলিতে পুলিশের মৃত্যু

0

সিটিনিউজ ডেস্ক:: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই ছাত্রের গুলিতে নিহত হলেন এক পুলিশকর্মী। যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় হলিস ড্যানিয়েলস নামে ১৯ বছরের এক নবাগত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

বিশ্ববিদ্যালের মুখপাত্র ক্রিস কুক জানিয়েছেন, ঘটনার দিন সকালে ক্যাম্পাসের হোস্টেলে রুটিনমাফিক ওয়েলফেয়ার চেকিং চলছিল। শিক্ষার্থীদের ঘরেও একে একে তল্লাশি অভিযান শুরু করেছিল ক্যাম্পাসের পুলিশকর্মীরা।  অভিযোগ, হলিসের ঘরে তল্লাশির সময় সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভেতরে পুলিশের সদর দপ্তরে নিয়ে আসেন তারা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই একটা পিস্তল বের করে এক পুলিশকর্মীর মাথা লক্ষ্য করে গুলি চালায় হলিস। ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশকর্মী। এরপর সেখান থেকে চম্পট দেয় হলিস।

তবে বেশি ক্ষণ পুলিশের চোখে ধুলো দিতে পারেনি সে। ক্যাম্পাসেরই একটি ফুটবল স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ দিনের ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.