বোয়ালখালীর অস্ত্রধারী বাবুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া সেই যুবকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস।

গত মঙ্গলবার বাবুল (৩৩)কে নগরী থেকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। ওইদিন রাতে বাবুলের স্বীকারোক্তি মতে তিন রাউন্ড কার্তুজসহ দুইটি এলজি, একটি বিশেষ কায়দায় তৈরি কুড়াল ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার অস্ত্র আইনে থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, পুলিশ বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মো. বাবুল উপজেলার পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদ ঘাট এলাকার ইমাম উদ্দিন বাড়ীর মোজাহের মিয়ার ছেলে। এছাড়া বাবুলের বিরুদ্ধে রাঙামাটি সদর থানায় ও বোয়ালখালী থানায় আরো চারটি মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার (২ অক্টোবর) উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় প্রকাশ্যে ডান হাতে পিস্তল ও বাম হাতে ছুরি নিয়ে ঘুরে বেড়ায় বাবুল। ওইদিন সকাল ৯টার দিকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছিল সে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.