সাড়ে ৪হাজার মি. কারেন্ট জাল পুড়েছে বদরখালী নৌ-পুলিশ

0

চকরিয়া প্রতিনিধি,সিটিনিউজ :: কক্সবাজারের চকরিয়ায় বদরখালী-মহেশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্ট এলাকায় বদরখালী নৌ-পুলিশের অভিযানে জব্ধকৃত সাড়ে চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল মোমিনের উপস্থিতে বদরখালী নৌ পুলিশ এ সব নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

চকরিয়ার বদরখালী নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক পায়েল হোসেনের জানান দেশব্যাপী জাটকা নিধন সংরক্ষণ নিশ্চিত করণের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী-মহেশখালী চ্যানেলে গত ৫ অক্টোবর গভীর রাতে অভিযান চালানো হয়।

এ সময় একশ্রেণীর জেলে সাগরে জাটকা ধরা নিষিদ্ধ অবস্থায় এসব কারেন্ট জাল নিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে সাড়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করেন।

পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন মালামাল বদরখালী নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল গুলি শুক্রবার সকালের দিকে মহেশখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল মোমিনের উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.