জনগণ সচেতন হলেই অপরাধ নির্মূল সম্ভব

0

বোয়ালখালী প্রতিনিধি : অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেছেন, ‘জনগণ সচেতন হলেই অপরাধ নির্মূল সম্ভব। তাই জনগণের সাথে পুলিশের সেতুবন্ধন গড়ে তোলা জরুরী।

শনিবার (২৮ অক্টোবর) সকালে বোয়ালখালী থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সভায় মূখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা কমিউিনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা এস এম সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, হারুন মিয়া, আহমদ হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, রেজাউল করিম বাবুল, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

থানার উপ-পরিদর্শক মো. বেল্লাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ, বেলাল হোসেন, কাজল দে, শামসুল আলম, সাইফুল আলম ও আবু তাহের।

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় সাংবাদিক অধীর বড়ুয়া ও উপ-পরিদর্শক মাহমুদুল হক মিল্টনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.