বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উন্নয়নের বিকল্প নেই – সাংসদ মোস্তাফিজ

0

বাঁশখালী প্রতিনিধি  :    বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কোরআন খানি, দোয়া মাহফিল, শোক র‌্যালী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে বিকালে আলাওল ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলিন বিহারী সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পৌরসভার মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, ডাঃ ফররুখ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, প্রচার সম্পাদক ছরোয়ার কামাল, আতাউল করিম আতিক, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজমী, শীলকূপের চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক সিকদার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক তাজুল ইসলাম, নীলকন্ঠ দাশ, মোস্তাক আলী চৌধুরী টিপু, মুজিবুর রহমান চৌধুরী, মৌং মুহাঃ আকতার, শাহদাৎ ফারুক, ইমরানুল হক এমরান, ফাহিম চৌধুরী, শহীদ উদ্দিন, আতাউল্লাহ আজাদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উন্নয়নের কোন বিকল্প নেই। তাই তিনি বর্তমান সরকার কর্তৃক গৃহীত সকল কর্মসূচী
বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগতদের কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.