বোয়ালখালীতে পৌঁছেছে প্রাথমিকের নতুন বই

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পৌঁছেছে প্রাথমিকের বিষয়ভিত্তিক নতুন বই। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ট্রাকে করে এসব বই উপজেলায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল।

তিনি জানান, উপজেলার ১০৭ টি প্রাথমিক বিদ্যালয় ৫০টি কিন্ডার গার্টেনের জন্য এবার বিষয়ভিত্তিক বইয়ের চাহিদা ছিল ১লক্ষ ৪৪হাজার ৩শত বই । চাহিদানুযায়ী বিষয়ভিত্তিক সকল বই শুক্রবার (১০ নভেম্বর) বুঝে নেয়া হয়েছে। তবে প্রাক-প্রাথমিকের বই ও ৬শত বৌদ্ধ ধর্ম বই চাহিদা থাকলেও তা এখনো আসেনি। কয়েকদিনের মধ্যে তা এসে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আগামী পহেলা জানুয়ারির বই উৎসবের ১মাস ২০দিন পূর্বে উপজেলায় নতুন বই পৌঁছে দেয়া সরকারের শিক্ষা ক্ষেত্রে মহৎ উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকদের মাধ্যমে পৌঁছানো হবে বলে জানান এ কর্মকর্তা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বোয়ালখালীতে ১ম শ্রেণিতে তিন বিষয়ে ১৮হাজার ৯শত বই। ২য় শ্রেণিতে তিন বিষয়ে ১৮হাজার ৬শত বই। ৩য় শ্রেণিতে ৬ বিষয়ে ৩৮হাজার ৪শত বই। চতুর্থ শ্রেণিতে ৬ বিষয়ে ৩৪হাজার ৮শত বই ও ৫ম শ্রেণিতে ৬বিষয়ে ৩৩ হাজার ৬শত নতুন বইয়ের চাহিদা রয়েছে এবার। এছাড়া প্রাক প্রাথমিকে চাহিদা রয়েছে ৬হাজার ১শত বই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.