বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন করলেন মহানগর ছাত্রলীগ

0

চট্টগ্রাম অফিস : যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে মহানগর ছাত্রলীগ । শুক্রবার সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করে নগর ছাত্রলীগ।

এসময় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, বাঙালি জাতি আজ লজ্জিত। স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা আজ লজ্জিত। যে পিতা দীর্ঘ ২৩ বছরের স্বাধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার কুলাঙ্গাররা সেই মহান নেতার বুকে গুলি চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। তারা সেদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতাকে মুছে ফেলতে চেয়েছিল।

তিনি বলেন, সেদিন তারা জাতির পিতাকে হত্যা করতে পারলেও হত্যা করতে পারেনি জাতির পিতার আদর্শকে। আর কোন দিন পারবেও না। এ আদর্শ বুকে ধারণ করে বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান নগর ছাত্রলীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, মঈনুল হাসান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদ রেজাউল করিম বিলাস, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, আমির হামজা, উপ সম্পাদক আরজু বাবু, সহ-সম্পাদক সাব্বির সাকির, কায়সার মাহমুদ রাজু, রাহুল দাশ, সদস্য কামরুল হুদা পাভেল, সাজ্জাদ চৌধুরী, আবু সালেহ বাপ্পী, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম, মোহাম্মদ রাশেদ, মো. আরিফ, আবু সাঈদ মুন্না, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা, মাহমুদুল করিম, কামরুল হাসান মাসুম, সাইফুল ইসলাম, ছাত্রনেতা আরিফ, হিমেল, মেরিন আহমেদ, তানভীর, নাছির উদ্দীন খন্দকার, রোকন উদ্দিন জিসান, এস এম সাদমান শাহরিয়ার, সৈয়দ ইসতিয়াক আহমেদ, আল আমিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.