ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস পালিত

0

সিটিনিউজবিডি  :  শনিবার ১৫ আগস্ট ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস । নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে সে দেশের জনগণ। বিশেষ দিনে জাতীর উদ্দেশে দেয়া ভাষণে দেশের বাণিজ্যিক প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে তিনি ‘স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ নামে একটি নতুন প্রচারণাও শুরু করেছেন

শনিবার সকালে টুইটারে দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সকাল সোয়া সাতটা নাগাদ রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। লালকেল্লায় পতাকা উত্তোলনের পর দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় শনিবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার স্বাধীনতা দিবসের দ্বিতীয় ভাষণ।

মোদি তার বক্তব্যে বলেছেন, ‘আজকের সকাল কোনও সাধারণ সকাল নয়। এটি ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন ও আকাঙ্ক্ষার সকাল। ১২৫ কোটি সদস্যের ‘টিম ইন্ডিয়া’ জাতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখানে বর্ণবাদ বা সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। ভারতের একতা ধ্বংস করা হলে মানুষের স্বপ্নও ধ্বংস হয়ে যাবে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনও উদ্যোগ শুরু করাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার সরকার। ফলে ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ ও ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’র মূলমন্ত্রে এগুবে ভারত। সব সরকারি কর্মসূচি ও প্রতিষ্ঠানে দরিদ্রদের প্রাধ্যান্য দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি তরুণ ভারতীয়দের ব্যবসা খাতে আগ্রহী করে তুলতে আরো নতুন নতুন ব্যাংক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। ওইসব ব্যাংকে দলিত ,উপজাতি এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে বলেও জানিয়েছেন। এছাড়া দেশের বর্তমানে প্রচলিত সাক্ষাৎকার ভিত্তিক চাকুরির নিয়োগ প্রক্রিয়ার বদলে বাছাইয়ের মাধ্যমে কম অভিজ্ঞ যুবকদের চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওই বক্তব্যে তিনি নিজ সরকারের সাফল্য তুলে ধরে বলেছেন, তাঁর ১৫ মাসের সরকারে কোনও রকম দুর্নীতি হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.