জবাবদিহিতার অভাবে প্রকাশনায় দুর্নীতি

0

সিটিনিউজ ডেস্ক:: পাঠ্যবই প্রকাশনা প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম বিদ্যমান রয়েছে। এছাড়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাণ্ডুলিপি প্রণয়ন প্রক্রিয়া অস্বচ্ছ। সঠিকভাবে পাণ্ডুলিপি লেখা হচ্ছে না, এতে দলীয় রাজনৈতিক ও মতাদর্শগত প্রভাব বিদ্যমান।ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি): পাণ্ডু লিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণাটি তুলে ধরা হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, পাণ্ডুলিপি প্রণয়নে সক্ষমতা ও পেশাগত দক্ষতার ঘাটতি বিদ্যমান রয়েছে। এছাড়া পরিদর্শন ও তদারকিতে ঘাটতির ফলে সব ক্ষেত্রে সময়মতো বই সরবরাহ করা হয় না এবং মানসম্মত বইও সরবরাহ করা হয় না।

টিআইবির প্রতিবেদনে আরো বলা হয়েছে, মন্ত্রণালয়ের-এনসিটিবি, লেখক-সম্পাদক সমন্বয়ের ঘাটতি রয়েছে।

এছাড়াও এনটিসিবির সার্বিক কার্যক্রমে জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম উপস্থিতিত ছিলেন।

উক্ত গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেন টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.