রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সংবর্ধনা

0

নিজস্ব প্রতিনিধি :  সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের প্রতিটি অনিয়ম অবিচারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্ছার। রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালকে সাধুবাদ জানাচ্ছি, খোন্দকার মোজাম্মেল হক এর মতো একজন সফল সম্পাদক ও মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করার জন্য। কারণ গুণীজনকে সম্মানিত করলে সমাজ, উন্নত হবে। ৮ নভেম্বর বুধবার চট্টগ্রামের একটি অডিটোরিয়ামে সাপ্তহিক আজকের সুর্যোদয়ের প্রধান সম্পাদক ও গেদু চাচার খোলা চিঠি কলামের লেখক মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হকের সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি মোহাম্মদ এরশাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গর্ভণর রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন। সভায় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের সুর্যোদয়ের সহকারী সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. সফিউল আলম, নিউজ পোর্টাল সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, রেলওয়ে থানার সেকেন্ড অফিসার মীর সাব্বির আলী, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান আবদুর রাজ্জাক, রোটারিয়ান মাসুদ মজুমদার, সাপ্তাহিক আজকের সুর্যোদয়ের বিশেষ প্রতিনিধি আহমেদ রহিম, গোলাম শরীফ টিটু ও দীলিপ কুমার তালুকদার প্রমুখ।

সংবর্ধিত অতিথি খোন্দকার মোজ্জাম্মেল হক বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আন্তরিক ও সাহসী হওয়ার পাশাপাশি যতœবান হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

তিনি সমাজের যে কোন অন্যায় বিচ্যুতির বিরুদ্ধে সদা সোচ্চার থাকার জন্য সকল নাগরিককে অনুরোধ জানান। বিশেষ অতিথি মীর নাজমুল আহসান রবিন বলেন, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক গত প্রায় ৩০ বছর ধরে গেদু চাচার খোলা চিঠির মাধ্যমে সাধারণ গণমানুষের অনেক অভাব-অভিযোগের কথা সরকারের কাছে তুলে ধরেছেন।

আজকের সুর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্যে রোটরি ক্লাব অব চিটাাং সেন্ট্রাল এর প্রতি আজকের সুর্যোদয় পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.