সিরিজ- সমতার লড়াই নিউজিল্যান্ড

0

সিটিনিউজবিডি :  হাতে আর কটা দিনই বাকি। সব দল ইতিমধ্যে নিজেদের তৈরি করে নিচ্ছে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। এদিকে, কিউইরা তরুণদের দিয়েই পরখ করে নিচ্ছে। বেশ কয়েকজন সিনিয়র নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

প্রথম ম্যাচেই কেন উইলিয়ামসের দলকে হারতে হয়েছে ৬ উইকেটে। রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে দ্বিতীয় এবং শেষ টি২০ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে দক্ষিণ আফ্রিকা। তাই বলে  সহজে পরাজয়ের হার মানবে না নিউজিল্যান্ড।

দ্বিতীয় ম্যাচের আগে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে শঙ্কায় আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টি২০ ম্যাচ খেলার সময় তিনি হাঁটুতে চোট পেয়ে ঝুঁকিতে রয়েছেন তিনি। এজন্য সুযোগ পেতে পারেন মারকুটে এবি ডি ভিলিয়ার্স।   তরুণ কিউইদের মধ্যে সুনাম কুড়ানো কলিন মুনরোকে নিয়ে গোটা দল দারুণ আশাবাদী।

তবে উইলিয়ামসন বলছেন, দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে নিজেদের সেরা খেলার কোনও বিকল্প নেই, তারা খুবই ভালো দল। তাদের হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। যেভাবে ছেলেরা প্রথম টি২০ ম্যাচ খেলেছে সেটা আমাদের জন্য ইতিবাচক।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.