সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ২৪ হাজার

0

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবে আবারও অবৈধ অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, গত তিনদিনে প্রায় ২৪ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের অধিকাংশের হয় অস্থায়ী বসবাসের বৈধ কাগজ ইকামা নেই অথবা শ্রমিক আইন লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

সৌদি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন অস্থায়ী বসবাস বা ইকামার আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ৩ হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। আর বাকি ৪ হাজার ৩৫৩ জন ‘শ্রমিক আইন’ লঙ্ঘন করেছেন।

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী আটককৃতদের অন্তত ৪২ শতাংশকে মক্কা থেকে গ্রেফতার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়া ১৯ ভাগ অবৈধ শ্রমিককে রিয়াদ থেকে, ১১ ভাগ শ্রমিককে আশির থেকে, ৬ ভাগ শ্রমিককে জাহান থেকে এবং ৫ ভাগ শ্রমিককে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিবাসী শ্রমিকদের অবৈধপথে আনা এবং আশ্রয় দেয়ার অপরাধে অন্তত ২৫ সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে আটককৃদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.