বোয়ালখালীতে একই স্থানে আ.লীগের দু’পক্ষের সমাবেশ

0

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের দু’পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ ও সম্মেলন ডাকায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

আগামীকাল সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে পৃথকভাবে সমাবেশ ও সম্মেলনের প্রস্তুতি নিয়েছে ইউনিয়ন আ.লীগের দু’পক্ষের নেতাকর্মীরা। ফলে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।

দক্ষিণজেলা আ.লীগের সহ-সভাপতি কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালাম অনুসারী চরণদ্বীপ ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক মো. আবু বক্কর জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনিস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক সমাবেশ ডাকা হয়েছে। এতে প্রধান অতিথি সাংসদ মঈন উদ্দিন খান বাদল ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ অনুসারীরা চরণদ্বীপ ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্ততি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মো. মোস্তফা কামাল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইপক্ষকে একই স্থানে একই সময়ে সমাবেশ ও সম্মেলন করতে দেয়া হবে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.