খোদ্দামুল মুসলেমীনের বইমেলা আয়োজন কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদক:: সমাজসেবা মূলক সেচ্ছাসেবী সংগঠন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ড কর্তৃক আজ ৩০ নভেম্বর’১৭ বৃহস্পতিবার ৩৭ সদস্য বিশিষ্ট বইমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী ঘোষিত ও সাক্ষরিত কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ছোবহানীয়া আলীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী ও সদস্য সচিব মনোনীত হয়েছেন ট্রাস্টি বোর্ড সদস্য স উ ম আবদুস সামাদ।

সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে-চবি অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, চবি আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, চবি আইন বিভাগের অধ্যাপক ড. মু: জাফর উল্লাহ তালুকদার, চবি আরবি বিভাগের অধ্যাপক ড. এস.এম রফিকুল আলম, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল হামিদ, ডক্টরস্ ল্যাব এন্ড হসপিটালের চেয়ারম্যান ডা. নিজাম মোরশেদ চৌধুরী, চবি ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল মাবুদ, কাট্টলি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবু তালেব বেলাল, ছোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী, চবি একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কাউছার হামিদ, সাদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা জালাল উদ্দীন আল-আজহারী, চবি ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক, চবি আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ সোলাইমান, চবি ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দীন খালেদ চৌধুরী, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস.এম মুর্শিদ উল আলম, আল- আমিন বারিয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল নোমানি, রাঙ্গুনিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল মাবুদ, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ড. আনোয়ার হোসাইন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছির মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দীন, জোয়ারা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান, লেখক ও গবেষক কলামিস্ট ড. মাসুম চৌধুরী, ছোবহানিয়া আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহজাহান, দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মুহাম্মদ কাশেম শাহ্, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দোভাষী বাজার শাখার ম্যানেজার মুহাম্মদ বশির উল্লাহ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক করের হাট শাখার ম্যানেজার মুহাম্মদ জাকের হোসাইন, মৌলভী বাজার সরকারি কলেজ ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ নাজিম উদ্দীন, শাহজালাল ইসলামি ব্যাংক বন্দর টিলা শাখার ম্যানেজার মুহাম্মদ ইসকান্দার আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম, ইপসা চট্টগ্রাম জোনাল কো-অর্ডিনেটর মুহাম্মদ শহীদুল ইসলাম, পটিয়া সরকারী কলেজ অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ আরিফুর রহমান, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইমারতুন্নেসা সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক গাজী মুহাম্মদ বোরহান উদ্দীন, সিটি নিউজ ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার, সংগঠক মুহাম্মদ নোমান উল্লাহ বাহার।

উল্লেখ্য, সেচ্ছাসেবী সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীন দেশ-বিদেশে আর্থ মানবতার সেবা, সমাজ উন্নয়ন, শিক্ষা মূলক ও সৃজনশীল কর্মসূচি গ্রহণ করে থাকে। বিগত বছর থেকে চট্টগ্রাম মুসলিম হল প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মহান বিজয় দিবস উপলক্ষে ০৮ (আট) দিনব্যাপী বইমেলা কর্মসূচি গ্রহণ করেছে। যা চট্টগ্রামের সর্বস্তরের মানুষের নিকট গ্রহণ যোগ্যতা পেয়েছে। এবারও আগামী ১৪ ডিসেম্বর’১৭ থেকে ২১ ডিসেম্বর’ ১৭ পর্যন্ত ০৮ দিনব্যাপী চট্টগ্রাম মুসলিম হল প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-মহান মুক্তিযুদ্ধ ও ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্বলিত চিত্র প্রদর্শনী, কেরাত, হামদ্, নাত, গজল, দেশাত্ববোধক সংগীত পরিবেশ, আবৃত্তি প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক সেমিনার ও আলোচনা সভা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.