রোহিঙ্গাদের মাঝে ফার্মিক ল্যাবরেটরিজের ত্রাণ বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিযার কুতুপালং আর্মি ক্যাম্পে অশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডে পক্ষ থেকে ত্রাণ ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ত্রাণ ও ঔষুধ বিতরণ করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান।

ত্রাণ ও ঔষধ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, অধিকাংশ রোহিঙ্গা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। সরকার পরিচালিত মেডিক্যাল ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী সকল প্রকার ওষুধ সামগ্রী সিভিল সার্জন অফিসে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে নিগৃহীত রোহিঙ্গাদের চিকিৎসা সেবা সম্প্রসারণ করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওষুধ শিল্প সমিতি সহায়তা দিচ্ছে।

মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিড়া ইত্যাদির এক হাজার প্যাকেট খাবার সামগ্রী এবং দেড় মেট্রিকটন চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করতে সেনা বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান খোকন, ফার্মিক ল্যাবরেটরীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডা: আহমদ রবিন ইস্পাহানী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.