কারিতাস-স্মাইল প্রকল্পের নেটওয়ার্কিং সভা

0

সিটিনিউজ ডেস্ক :  মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক পরিকল্পিত কাজ বাস্তবায়ন সম্ভব হয় না। তবে সকলের সহযোগিতায় সমস্যা উত্তরণ সম্ভব।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে স্মাইল প্রকল্প মাদারবাড়ি ড্রপ ইন সেন্টার (ডিআইসি)’র উদ্যোগে ষাণ্মাসিক নেটওয়ার্কিং ফোরামের সভায় বক্তারা উপরের মত দেন।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর নিলু নাগ, সুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, সদরঘাট থানার এসআই সুলভ বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। ডিআইসি অ্যাডভাইজর কমিটির সদস্য রোকেয়া সুলতানার সভাপতিত্বে এবং ডিআইসি ইনচার্জ মোহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। নেটওয়াকিং ফোরামের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কারিতাস স্মাইল প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী।

শুরুতে মাদারবাড়ি ড্রপ ইন সেন্টারের ছয় মাসের অর্জন চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। সমাজের সৎ লোকেরা মাদক প্রতিরোধে একজোট হলে এ বিষয়ে দ্রুত ফল আসতে পারে বলে মত দেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা আরও বলেন, আমাদের সমাজে সচেতন লোকের সংখ্যা বেশি হলেও তারা সংগঠিত না। অপরদিকে মাদক বিক্রেতা বা মাদকসেবীর সংখ্যায় কম কিন্তু তারা সংগঠিত। এখন সময় এসেছে কারিতাস স্মাইল প্রকল্পের আহ্বানে সাড়া দিয়ে একযোগে মাদক প্রতিরোধে এবং সচেতনতায় কাজ করার।

কারিতাস স্মাইল প্রকল্পের কার্যক্রম বিষয়ে বক্তব্য দেন আশার আলো সোসাইটি ইনচার্জ মোহম্মদ হাফিজুল হক, স্টুডেন্টস ফোরামের সদস্য মোহাম্মদ সোহেল রানা, বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ আয়ুব খান, বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির জসিম উদ্দিন, সাজেদা ফাউন্ডেশনের শর্মিলা চৌধুরী, পিএসটিসি সংযোগ প্রকল্পের কো অর্ডিনেটর সুমিত্রা তংচঙ্গা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.