হালদার তীরের ভাঙ্গন রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

0

এম বেলাল উদ্দিন, রাউজান : চট্টগ্রামের হালদার তীরবর্তী হাটহাজারী ও রাউজান উপজেলা অংশের উভয় তীরের ভাঙ্গন রক্ষাকল্পে তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। ৯ ডিসেম্বর বিকাল ৪ টায় ২১২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, মহিউদ্দিন খান বাদল এমপি, পানি উন্নায়ন বোর্ডের মহাপরিচালক একেএম মমতাজ উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহছানুল হায়দার বাবুল, চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী একেএম সামসুল করিম প্রমুখ।

প্রকল্পটির তত্ত্বাবধায়নকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাস্তবায়নককারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড। এই প্রকল্পে হাটহাজারি-রাউজান অংশে ১২.১২ কি.মিটারে ব্লক বসানো হবে। এর মধ্যে রাউজান অংশে ব্লক বসানো হবে মাত্র ৩.৬ কি.মিটার। এছাড়া হাটহাজারি অংশে ২১ কি.মি. বাঁধ নির্মাণ, জোয়ারের পানি রোধে ৪.০০৮ কি.মি. সড়ক উঁচুকরণ। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আনুমানিক ৫৭১০ কোটি টাকার সম্পদ নদীর ভাঙ্গনের ঝুঁকিমুক্ত হবে এবং প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে বলে জনান পানি উন্নয়ন কতৃপক্ষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.