বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা দের সংবর্ধনা

0

চকরিয়া প্রতিনিধি,সিটিনিউজ :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা বাংলা নারীদের সংবর্ধনা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুম ‘মোহনা’মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, সনাকের সভাপতি ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক একেএম সাহাব উদ্দিন প্রমূখ।

বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা শেষে শ্রেষ্ট জয়ীতা নারীদের মাঝে সম্মাননা স্বারক এবং ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রাচীনকাল থেকে সভ্যতা বিকাশে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের সাহসী পদক্ষেপ, সেবা ও সহয়তায় আমাদের স্বাধীনতা অর্জনে রেখেছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু মুক্তিযুদ্ধে নয়,দেশ গঠনসহ প্রত্যেকটি কাজে নারীরা পুরুষের পাশাপাশি অবদান রেখে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.