চন্দনাইশ বরমায় আনসার-ভিডিপি সমাবেশ সম্পন্ন

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা শ্লোগানে গত ৫ ডিসেম্বর মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সমাবেশ ২০১৭ বাংলাবাজার চৌধরী স্কয়ারে অনুষ্ঠিত হয়। বরমা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার-ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মো.মুজিবুর রহমান চেয়ারম্যান, আহমদুর রহমান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক- চন্দনাইশ শাখার ম্যানেজার মোহাম্মাদ রাসেল, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সাবেক ইউনিয়ন দলপতি মফজল আহমদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাকী বড়ুয়া। সঞ্চালনা করেন জোয়ারা ইউনিয়ন দলপতি আবুল কাশেম। এছাড়াও এতে ৫০জন মহিলাসহ ১০০জন আনসার-ভিডিপি সদস্য অংশ নেন।

এর আগে ২২নভেম্বর থেকে ০৪ডিসেম্বর ১০ দিন ব্যাপী বরমা ইউনিয়নের আনসার-ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক ভিডিপি প্রশিক্ষণ কর্মশালা কেশুয়ায় সম্পন্ন জয়।

প্রশিক্ষণে প্রাণিসম্পদ, কৃষি, মৎস্য, আইন-শৃংখলা, দেশপ্রেম, সেবা, সমবায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে সংশ্লিষ্ট বিভাগের উপজেলা কর্মকর্তারা সহায়ক ও প্রশিক্ষক ছিলেন। এতে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি সদস্যদের বিভিন্ন বিষয়ে পুরস্কার, কৃতী স্মারক, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্যে সনদপত্র-ভাতা-পুরস্কার ইত্যদি প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.