জিয়া পরিবারের দুর্নীতির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে: কাদের

0

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সত্য বেরিয়ে এসেছে। আর এজন্য তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সত্য গোপন রেখে আপনার কি লাভ ফখরুল সাহেব? দুর্নীতির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ঘাটাঘাটি করলে আরও দুর্গন্ধ ছড়াবে।’

রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সত্য চাপা থাকে না। ৩০০ সু্টকেস নিয়ে তিনি (খালেদা জিয়া) কেন সৌদি গিয়েছিলেন বেরিয়ে এসেছে। এখন চোরের মায়ের বড় গলা। ফান্দে পড়ে বগা কান্দে। তাদের দুর্নীতির কথা সবাই জানে। যুক্তরাষ্ট্রে তারেক রহমান আর সিঙ্গাপুরে কোকোর দুর্নীতির প্রমাণ মিলেছিল।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে কাদের বলেন, ‘সৌদিআরবে অর্থপাচার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি যা বলছে, তা অত্যন্ত অশালীন। অর্থপাচারের বিষয়টি রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এসে গেছে। খালেদা জিয়ার সৌদি আরবে অর্থপাচারের অভিযোগ দুদক তদন্ত করবে। কারণ প্রধানমন্ত্রী না জেনে, না শুনে অন্ধকারে ঢিল ছোড়েন না।’

বিএনপি গণতন্ত্রের মায়াকান্না করছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তাদের গণতন্ত্র ছিল মার্শাল গণতন্ত্র, গ্রেনেড গণতন্ত্র, কার্ফু গণতন্ত্র। মানুষ পুড়িয়ে যখন মেরেছিল তখন গণতন্ত্র কোথায় ছিল?’

যারা ইতিহাস নিয়ে কানামাছি খেলে, মিথ্যাচার করে, ইতিহাস বিকৃত করে; তারা সবচেয়ে নিকৃষ্টতম বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কাদের বলেন, ‘বিজয়ের ভাবগম্ভীর্য বজায় রাখতে হবে। বিলবোর্ডে, পোস্টারে নিজেদের ছবি টানানো যাবে না। প্রচারণায় বিজয়ের পতাকাকে তুলে ধরতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে, অনেক পরগাছা আসতে পারে। এদের থেকে সতর্ক থাকতে হবে। যেন কোনও পরগাছা দলে ঢুকে ক্ষতি না করতে পারে।’

আলোচনা সভায় মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অভিনেত্রী শমী কায়সার, পঙ্কজ দেবনাথ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.