সম্পর্কের চেয়েও আমার কাছে দল বড়

0

ঢাকা: আপন ভাতিজাকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দলের সিদ্ধান্ত অমান্য করলে সে ভাই-ভাতিজা কিংবা যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া উচিৎ। আমি সেটিই করেছি। কারণ, ভাই-ভাতিজা এবং আত্মিয়ের চেয়েও আমার কাছে দল বড়।’

রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই প্রেসিডেন্ট।

রসিক নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘রংপুরে আমাদের অবস্থা খুবই ভালো। আশা করছি, রসিকে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরই জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ট্রাম্পের কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত গোটা আরব দুনিয়াকে অস্থির করে তুলেছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে।

বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এর প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি নিজের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান এরশাদ। আসিফ এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে।

রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টির রংপুরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেন এরশাদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.