আমাদের সমাজ এখন চাকচিক্যময় জগতের স্বপ্নে বিভোর

0

চট্টগ্রাম :  আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মুসর্লিম ইনস্টিটিউট হল চত্বরে ৮ দিন ব্যাপি বইমেলা ও চিত্র প্রদর্শনীর ৬ষ্ঠ দিবস ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ইসলামী চিন্তাবিদ আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে অনুর্ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ লেখক-গবেষক ও অনুবাদক আল্লামা এম এ মান্নান। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক মোজাদ্দেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সোলাইমান, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের প্রভাষক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা হাফেজ মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্।

বিশেষ আলোচক ছিলেন, ফুটন্ত ফুল আসরের প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ নুরুল হক চিশতী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের সাবেক এপিপি এড. মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, সাবেক এজিপি এড. আবুল কাশেম মুহাম্মদ ইউনুছ, আলহাজ্ব নাসির সিকদার, এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান হুমায়ুন কবির ময়ুর। মুহাম্মদ নুরুল ইসলাম হিরু’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জিএম শাহাদত হোসাইন মানিক। সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দীন চৌধুরী, ৮ দিন ব্যাপি বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব স উ ম আবদুস সামাদ, আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ ফরিদুল ইসলাম, নুরে রহমান রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম এ মান্নান বলেন, আজ আমরা শুধু কিছু নির্ধারিত সিলেবাস, প্রশ্নোত্তরে পারঙ্গমতা অর্জন করে জিপিএ ৫ অর্জনকেই সফলতা ভাবতে শুরু করেছি। ফলে পাশের হার আর সোনার হরিণ জিপিএ ৫ অস্বাভাবিকহারে বাড়ার সাথে পাল্লা দিয়ে শিক্ষার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে বলে অভিযোগও শুনছি। কারণ, এখন শুধু সনদ প্রতিযোগিতামূলক শিক্ষার মহাফাঁদে বন্দি হয়ে পড়েছে আমাদের জাতির ভবিষ্যত। শুধু তাই নয়, শিক্ষা এখন মানুষের মত মানুষ বানানোর চিন্তা এড়িয়ে অতি জাগতিক অর্জনের চিন্তায় অস্থির।

এখানে ত্যাগের পরিবর্তে ভোগের কৌশল রপ্ত করানো হয়। আমাদের সন্তানরা মানুষ হবার চেয়ে রোবট হহবার দিকে হাঁটছে। আমাদের ভাববাদী সমাজ এখন বস্তুবাদী ভোগবিলাসের চাকচিক্যময় জগতের স্বপ্নে বিভোর। আসলে জ্ঞান কী? এর উদ্দেশ্যই বা কী? জ্ঞানীরা এর কী সংজ্ঞা দিয়েছিলেন একদিন, এখন আমরা তা বদলিয়ে ফেলছি কেন? আমাদের শিক্ষা-সংস্কৃতির ভূবনে (আত্মা/ক্বলব) বর্তমানে অপরিচিত বলাই চলে। তাই যা হবার তাই হচ্ছে। সর্বত্র এক অসুস্থ বৈষয়িক প্রতিযোগিতামূলক তৎপরতা স্বাভাবিক হয়ে ওঠেছে।

আমাদের প্রজন্ম এখন বস্তুবাদী র্শিক্ষার বস্তুর নেশায় বিকারগ্রস্থ হয়ে গেছে। কী রাজনীতি, কী সমাজ সেবা, কী ধর্মকর্ম সবক্ষেত্র এখন বস্তুই যেন উদ্দেশ্য, ভাবের কাজ কি? তাই এখন দান করি নামের জন্য, কাজ করি পদের জন্য, প্রেম করি দেহের জন্য সবকিছুতেই যেন “খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্তবড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পার “অবস্থা চলছে। হ্যাঁ, আগামীকালের কোন গ্যারান্টি নেই, তাই আল্লাহকে ভয় কর, কারণ সহসা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নিশ্চিতভাবে, এই জন্য প্রস্তুত হবার মত জ্ঞান এবং কাজ থাকা চাই এই চিন্তা নাই আমাদের জ্ঞানার্জনের প্রতিযোগিতায়। অথচ, জ্ঞানের প্রকৃত তাৎপর্য তাই স্মরণ করিয়ে দেয়। এই ধরণের বই মেলার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের তাৎপর্য সম্পর্কে জানা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, নাছির উদ্দিন মাহমুদ, ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ নিজামুল করিম সুজন, মুহাম্মদ দিদারুল ইসলাম, এম সাইফুল ইসলাম নেজামী, মুহাম্মদ ফোরকান কাদেরী, মুহাম্মদ মারুফ রেজা, মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, আতিকুর রহমান, মুহাম্মদ ওসমান শাহাদাত, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ তারেকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য-মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজাদী ও দৈনিক পূর্বদেশ। প্রতিদিন মেলার মূল অনুষ্ঠান দুপুর ২.৩০মি: থেকে শুরু হয়ে ২টি অধিবেশনে রাত ৮.০০টা পর্যন্ত চলবে। প্রথম অধিবেশন বিকাল ২.৩০ মিনিট থেকে বিকাল ৩.৫০মিনিট এবং দ্বিতীয় অধিবেশন বিকাল ৪.১৫ মিনিট থেকে রাত ৮.০০ মিনিট পর্যন্ত চলবে। বুক স্টল দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচির মধ্যে থাকছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসূল (দ:) পরিবেশন, রাসূল (দ:)’র শানে নিবেদিত কবিতা পাঠের আসর, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, নতুন বইয়ের প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধ ও ইসলামের ইতিহাস-ঐতিহ্যের দুর্লভ চিত্র প্রদর্শনী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.