দেশপ্রেমিক গড়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম

0

সিটিনিউজ ডেস্ক :  জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর’র ব্যবস্থাপনায় শিশু-কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মুসলিম ইনসটিটিউট হলে ফুটন্ত ফুলের আসর কেন্দ্রীয় সংসদের প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ নুরুল হক চিশতী’র সভাপতিত্বে অনুর্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ্ব স উ ম আবদুস সামাদ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কাউছার হামিদ। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট শিশু-কিশোর সংগঠক শাহাজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন।

সভায় বক্তারা বলেন, আমাদের দেশ বর্তমানে দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকাসক্তিসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ অবস্থায় মেধাবী শিক্ষার্থীদের শৈশবকাল থেকে সচেতনতার সাথে জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে হবে। এক্ষেত্রে মা-বাবা ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আরো বলেন, আলো যেমন আধাঁর দূর করে, তেমনি সুশিক্ষা সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী, অপসংস্কৃতির চর্চা ও কুপমন্ডুকতার হাত থেকে সমাজকে মুক্ত করে আলোকিত সমাজ বির্নিমাণে মূখ্য ভূমিকা পালন করে।

সমাজ ও রাষ্ট্র আজ খুন, ধর্ষণ, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধে জর্জরিত। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের আদর্শিকভাবে পরিচালিত করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশ ঘটে। নতুন প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে। এই ধরণের প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ঋদ্ধ করে সুখি, সমৃদ্ধ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে। জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে ফুটন্ত ফুলের আসরের কার্যক্রম প্রশংসনীয়।

সংগঠনের পরিচালক এম সাইফুল ইসলাম নেজামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ফরিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ হোসাইন, নাফিস স্টীলের স্বত্বাধিকারী শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন আল সামস্’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুবায়ের উদ্দিন রনি, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন মক্কা শরীফ শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নুরী, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ এ ই অর্থ সচিব মুহাম্মদ বখতিয়ার হোসেন চৌধুরী, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাস আল খাইমা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসান আলী, সংগঠক জি.এম. শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ নাজিম উদ্দিন খান, মুহাম্মদ ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ মফিজুর রহমান, এইচ এম এনামুল হক, এম এ রহিম কাদেরী, মাছুমুর রশিদ কাদেরী, মারফ রেজা, মুহাম্মদ ফোরকান কাদেরী, মুহাম্মদ নুরে রহমান রনি, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ওসমান শাহাদাত প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.