পদদলিত হয়ে নিহত ১০ জনের স্মরণে প্রার্থনা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিনিধি :  আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র ১৮ ডিসেম্বর কুলখানি অনুষ্ঠান উপলক্ষে রীমা কনভেনশন সেন্টারে উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে নিহত ১০ জনের স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ ২০ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীশ্রী চট্টেশ্বরী কালি মন্দির মন্ডপে প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের স্বজনরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই জন্য স্রষ্টার আশির্বাদ কামনা করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে মরহুম মহিউদ্দিন চৌধুরী’র পরিবারও যাতে শোকের পর শোক কাটিয়ে উঠতে পারে সে জন্যও প্রার্থনা করা হয়।

প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীশ্রী চট্টেশ্বরী কালি মন্দিরের সেবায়েত বিজয় চক্রবর্ত্তী এবং ভগবদ্ গীতা থেকে পাঠ করেন রতন আচার্য। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, এম.এ. রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবদুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম, জহরলাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির দেবাশীষ পালিত, এড. চন্দন তালুকদার, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, জামাতা সেলিম আকতার চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের পান্টুলাল সাহা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, অমল মিত্র, সৈয়দ আমিনুল হক, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক ফরিদ মাহমুদ, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাজী মো: ইউনুছ কোম্পানী, এস.কে পাল, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল বশর ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.