সাফ জয়ী মেয়েদের নিয়ে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন

0

সিটিনিউজ ডেস্ক :: সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জিতে রীতিমতো চমকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের এই শিরোপা জয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) দারুণভাবে আশাবাদী করে তুলেছে। দক্ষিণ এশিয়ার সেরা এই আসরে চ্যাম্পিয়ন হওয়া দলটিকে নিয়ে এবার বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখছেন খোদ ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন!

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘দারুণ সাফল্য পাওয়ায় মেয়েদের অভিনন্দন জানাই। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের প্রথম আসরেই তারা শিরোপা জিতেছে। শুধু সাফল্যই পায়নি, মাঠেও তারা নিজেদের সেরাটা প্রমাণ করেছে। পুরো আসরেই দারুণ খেলেছে। ফাইনালের চমৎকার খেলে জয় তুলে নিয়েছে।’

এই দলটিকে আগামী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি, ‘আমাদের এই দলে দারুণ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে, তাদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে চাই। এই দলটিকে নিয়ে চার বছর কঠোর অনুশীলন চালিয়ে যেতে চাই। আগামী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বাছাই পর্ব নিয়েই আমাদের মূল লক্ষ্য। সবাই মিলে মেয়েদের পাশে দাঁড়ালে অবশ্যই স্বপ্ন আমাদের পূরণ হবে।’

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে এই শিরোপা জিতে মাহমুদা-তহুরারা। আসরের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের দল। এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ভারতের বিপক্ষে জিতেছিল স্বাগতিকরা, ৩-০ গোলে। সে ধারাবাহিকতা ফাইনালেও রাখে তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.