বোয়ালখালীতে জায়গা দখলে নিয়ে দু’পক্ষের উত্তেজনা

0

বোয়ালখালী প্রতিনিধি :: বোয়ালখালীতে একটি বিরোধীয় জায়গার দখল নিয়ে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার বিরাজ করছে। গত দুইদিন ধরে এ ঘটনা চললেও থানা পুলিশের নিরব ভূমিকায় প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

জানা গেছে, পৌর এলাকার অলি বেকারী এলাকায় একটি বিরোধীয় জায়গার দখল নিয়ে পূর্ব গোমদন্ডী মুফতি পাড়ার মৃত জালাল আহমদের ছেলে মো. আবদুল ছবুরের পরিবারের সাথে একই এলাকার মৃত আনুমিয়ার ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে শালিস দরবারসহ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে উভয় পরিবার। ঘটে কয়েক দফা মারামারির ঘটনা।

বিরোধ নিষ্পত্তির লক্ষে গত ১৯ নভেম্বর বিজ্ঞ আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মো. আবদুল ছবুর। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে ও তদন্ত প্রতিবেদন প্রেরণ জন্য আদালত বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

আবদুল ছবুর জানান, ‘প্রতিপক্ষ আনু মিয়ার ছেলেরা শতাধিক উৎশৃঙ্খল অস্ত্রধারী লোকজনের প্রহরায় জোর পূর্বক বিরোধীয় জায়গায় ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে পাকা স্থাপনা নির্মাণ করে চলেছে। এতে বাধা দিতে গেলে মঙ্গলবার দুপুরে ও রাতে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এলাকায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টি উল্লেখ করলে অভিযোগ নেবে না বলায়, তা বাদ দিয়ে অভিযোগ করতে হয়।’ বর্তমানে জায়গা দখল নিয়ে একের পর এক হুমকি প্রদান করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

মৃত আনু মিয়ার নাতি সাহেদ জানান, হামলা বা গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। তবে জায়গা নিয়ে বিরোধ রয়েছে বলে জানান তিনি।

পুকুর নিয়ে বিরোধ রয়েছে বলে জানিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, এ জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তবে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা জানা নেই।

থানার উপ-পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ বলেন, এ ধরণের কোনো ঘটনার খবর পায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.