পেকুয়ার শিলখালী কেপিএলের খেলা শুরু শুক্রবার

0

চকরিয়া প্রতিনিধি : উপকূলীয় অঞ্চলের সাড়া জাগানো ক্রিকেট টূর্ণামেন্ট পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগ (কেপিএল) খেলা শুরু হচ্ছে শুক্রবার । এ টূর্ণামেন্টে ছয়টি দল অংশগ্রহন করছে। কাছারীমোড়ার কেপিএল মাঠেই এবারের আসরটি অনুষ্ঠিত হবে।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় টূর্ণামেন্টটির উদ্বোধন করবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কেপিএলের প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, উপদেষ্ঠা যথাক্রমে ক্রীড়া সংগঠক প্রিয়তোষ কান্তি নাথ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহেছানুল হক, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, সাবেক ইউপি সদস্য জাহেরুল ইসলাম জাহেদ, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক সাজ্জাদুল ইসলাম, চকরিয়া কমার্স কলেজের প্রভাষক মো. ইলিয়াছ আজাদ, পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. আলমনূর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেপিএলের চেয়ারম্যান সাহেদুল ইসলাম শাহেদ।

কাছারীমোড়া প্রিমিয়ার লিগ (কেপিএল) পরিচালনা কমিটির মহাসচিব তানজিমুল ইসলাম বলেন, শুক্রবার কেপিএলের দশম আসরের উদ্বোধন হবে। উদ্বোধন উপলক্ষে এ দিন সকালে কেপিএল মাঠ থেকে বের করা হবে বর্ণাঢ্য রোড শো। রোড শোটি পেকুয়ার মগনামা লঞ্চঘাট ঘুরে কেপিএল মাঠে গিয়ে শেষ হবে। এতে তালিকাভুক্ত খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা অংশ নিবেন। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে পেকুয়া সদরের পল্লীবন্ধু ক্রিকেট কিংস ও নবম আসরের চ্যাম্পিয়ন শিলখালীর ড্রাগন ক্রিকেটস। সব ঠিকঠাক মতো চললে আগামী ২৬ জানুয়ারী টূর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.