বিজয় মেলা একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন: নওফেল

0

সিটিনিউজ ডেস্ক :: মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিজয় মেলা একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে এই বিজয় মেলা একটি অদম্য শক্তি। আজ থেকে ২৯ বছর আগে আমার বাবা এই আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সূচনা করেছিলেন। আজ তা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত। তাই এই আউটার স্টেডিয়াম একটি ঐতিহাসিক স্থান।

বিজয় মেলাকে কেন্দ্র করে এখানে বাঙালির মিলন মেলা হয়। এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করতে হবে যাতে যতদিন বাংলাদেশ থাকবে এখানে ততদিন বিজয় মেলা হবেই। আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনন্দঘন সমাপনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যারা একাত্তরের পরাজিত শক্তি আলবদর-রাজাকারদের গাড়ি ও বাড়িতে আমাদের লাল-সবুজ পতাকা তুলে দিয়েছিল তারা যেন আবার ক্ষমতায় আসতে না পারে। এরা এদেশকে পাকিস্তান বানাতে চায়। বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিজয় মেলাকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। এরা মুখোশধারী। এদের বিরুদ্ধে বিজয় মেলা মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজ্জ্বলিত করে বাংলাদেশকে পরিশুদ্ধ ও নিরাপদ রাখবে।

তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধারা একাত্তরে জীবন বাজী রেখে এদেশকে স্বাধীন করেছে এবং বার বার মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তিকে প্রতিহত করেছে। তাদের কারণে আজ শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতাসীন।

তিনি তার পিতার উত্তসূরী হিসেবে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করায় বিজয় মেলা পরিষদের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ও আমার পরিবার সবসময় বিজয় মেলার পাশে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিজয় মেলার পাশে আছেন। কেননা, এই বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করে আগামীদিন জাতিকে নেতৃত্ব দেয়ার প্রেরণা যোগাবে।

বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের স ালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব বদিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, এম.এ মনসুর, অমল মিত্র, ডা: সরফরাজ খান চৌধুরী, পান্টুলাল সাহা, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন ও সাজেদুল আলম মিল্টন।

সমাপনী অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সদ্য প্রয়াত চট্টল বীর আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীকে মরণরোত্তর ক্রেস্ট তুলে দেওয়া হয় তাঁর কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।     

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.