হেরে গেলেও নির্বাচনে হস্তক্ষেপ করবেন না শেখ হাসিনা

0

সিটিনিউজ ডেস্ক :: একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১ জানুয়ারি) সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ভাল একটি নির্বাচন হবে। আতঙ্ক-অমানিশা কিছুই থাকবে না। নিবন্ধিত সব দল অংশ নেবে। আমি শেখ হাসিনাকে খুব ভাল করে চিনি। তিনি হেরে গেলেও নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেন না। এটা তার ন্যাচার নয়।’

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির ভয়ের কোনো কারণ নেই। আমি দৃড়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। এ নির্বাচনে দেশের নিবন্ধিত সব দল অংশ নেবে।’

কাদের বলেন, ‘আমরা দেশের উন্নয়ন করেছি। মানুষ আমাদের ভোট দিয়েই নির্বাচিত করবেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোট পাওয়ার মতো তেমন কিছুই করেনি।’

এ সময় তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য ব্যবসায়ী নেতা মো. আতিকুল ইসলামকে এখনো আওয়ামী লীগের প্রার্থী বলা যাবে না। কারণ, তফসিল ঘোষণার পরই দলের মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তবে আতিকুলকে প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে সেটা বলতেই পারেন। তিনি জনগণের কাছে যাক। জনমত পরীক্ষা-নিরীক্ষা করুক। তার অবস্থান কি সেটাও জানুক। এজন্য হয়তো নেত্রী তাকে এমন সিগন্যাল দিয়ে থাকতে পারেন। কিন্তু, এখনই তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলা যাবে না।’

তিনি বলেন, পার্টির মনোনয়ন বোর্ড দুটি। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং পার্লমেন্টারি মনোনয়ন বোর্ড। দুটি বোর্ডেরই চেয়ারপারসন শেখ হাসিনা। তফসিল পাওয়ার পর তিনি মনোনয়ন বোর্ড নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। এর আগে কেউ মনগড়া নিজেকে প্রার্থী দাবি করতে পারেন না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.