পলোগ্রাউন্ড স্কুলে পাঠ্যবই বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: নগরের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারি, সোমবার ছাত্রছাত্রীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. নুরুল আবছারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মো. দিদারুল আলম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পরিচালনা কমিটির সদস্য প্রবীণ কুমার ঘোষ, শাহ আলম ভূঁইয়া, সৈয়দ মো. খালেদ, মেজবাহুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক মীর মো. আব্দুল মোন্এম, কা ন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, রফরফের নূর সিদ্দিকা, এস এম বোরহানউদ্দীন, তনি সেন, তাসলিমা আলম, মনোয়ারা আক্তার, ফাতেমা তুজ জোহরা, মিলি দত্ত, সুমি দত্ত, আফরোজা আক্তার, সি তা সিকদার প্রমুখ।

পরে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.