কলঙ্ক ঢাকতে সমাবেশ করতে দেয়নি: রিজভী

0

সিটিনিউজ ডেস্ক :: ৫ জানুয়ারি নির্বাচনের কলঙ্ক আড়াল করতে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীর থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হলো আজ বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া। তারা যদি গণতান্ত্রিক রীতি-নীতিতে ন্যুনতম বিশ্বাসী দল হতো তাহলে বিএনপি-কে সভা-সমাবেশ করতে বাধা দিতো না।

‘এর মাধ্যমে সরকারের গণতন্ত্র ও গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের অধিকারের ওপর দুবৃত্তমূলক আচরণের বহি:প্রকাশ ঘটেছে। মূলত: বর্তমান ভোটারবিহীন সরকার গণতন্ত্রের নিষ্ঠুর প্রতিপক্ষ। তাদের বাকশালী প্রেতাত্মা আরো বিধ্বংসী রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে।’

আওয়ামী দখল আর লুটপাট চিরস্থায়ী করতে বিরোধীদল শূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ ঢাকায় দু’টি সমাবেশ করবে, অথচ বিএনপিসহ বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দেয়া হলো। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্যই আজ বিএনপি’র কর্মসূচি পালনে বাধা দিতে পোড়া মাটি নীতি অবলম্বন করেছে।’

গণতন্ত্র হত্যা দিবসে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে জানিয়ে রিজভী বলেন, দেশে বিএনপি যাতে কালো পতাকা মিছিল করতে না পারে সেজন্য প্রশাসন যন্ত্রকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।

‘গাজীপুর বিএনপি কার্যালয়ের পিওনকে স্থানীয় পুলিশ হুমকি দিয়ে বলেছে, ‘সারাদিন রাত অফিস বন্ধ রাখবি, নইলে তোকে গুলি করে মেরে ফেলা হবে’। সারা ময়মনসিংহ জেলা জুড়ে যেন এক অঘোষিত কারফিউ চলছে। জেলা সদর ও থানাগুলোতে চলছে পুলিশের দানবীয় তাণ্ডব।’

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি’র আজকের কর্মসূচি বানচাল করার জন্য বিএনপি কার্যালয়গুলো যাতে আজ খোলা না হয় সেজন্য পুলিশ হুমকি দিয়েছে। বরিশালে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের বাসা আজ সকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ।’

সরকারের সকল বাধা, শৃঙ্খল, নিপীড়ন, উৎপীড়ন, নিষ্ঠুরতা, নির্দয়তা, মামলা ও গ্রেপ্তার মোকাবিলা করেই দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন রিজভী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.