যোগাযোগব্যবস্থার মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ ঘটবে

0

সিটিনিউজবিডি :  প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

আজ বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় জেলায় নয়টি সেতুর উদ্বোধন করেন তিনি। এ সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।

উদ্বোধন করা সেতুগুলোর মধ্যে রয়েছে- মাদারীপুর (মোস্তফাপুর)- শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ৭ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুসহ (আচমত আলী খান সেতু) আরো তিনটি সেতু, ঢাকা দক্ষিণ-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে চন্দরপুর সেতু, চকোরিয়া-বদরখালী সড়কে নির্মিত বাটাখালী সেতু, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নির্মিত শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু।

তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হতে পারে। যোগাযোগব্যবস্থার উন্নয়নের কারণে দুর্গম এলাকায় উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সম্ভব। ওই সব এলাকায় শিক্ষার প্রসার ঘটানো সম্ভব।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে সড়ক যোগাযোগের এক নেটওয়ার্ক তৈরি করেছে। উন্নতি হয়েছে রেলপথ ও নৌপথে যোগাযোগব্যবস্থার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.